আসুস ফোনে অ্যান্ড্রয়েড ১০

১০ মার্চ, ২০২০ ১৬:৪৬  
আরওজি ফোন ২'তে যুক্ত অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম যুক্ত করলো আসুস রিপাবলিক অফ গেমারস (আরওজি)। গত কয়েক মাস আগে মোড়ক উন্মোচন করা হয়েছিলো ফোনটির পরীক্ষা মূলক সংস্করণ। তবে মঙ্গলবার (১০ মার্চ) ফোনটি আনুষ্ঠানিক ভাবে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে আসসু। আসুস কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনটিতে ডার্ক থিম যুক্ত করা হয়েছে যা একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে সক্রিয় অথবা নিষ্ক্রিয়  করতে পারে। আরওজি ফোন ২'এর ক্রেতারা ২০০ টির বেশি গেম পাবেন স্মার্টফোনটির সঙ্গে। আর এই গেম পরিবর্তনকারী স্মার্টফোনের বিশেষ বৈশিষ্ট্যগুলোর সাহায্যে মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবে গেমাররা।